About us

Proshnokorbo.info মূলত এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আপনি এই প্ল্যাটফর্মের সদস্যের মাধ্যমে আপনার সকল প্রশ্ন কিংবা সমস্যার সমাধান পেতে পারেন খুব সহজে। এছাড়া আপনি অন্যজনের প্রশ্নের উত্তর দিতে পারবেন কিংবা সমস্যা সমাধানে অন্যান্য সদস্যদেরকে আপনার মূল্যবান পরামর্শ দিতে পারবেন।

প্রকৃত অর্থে Proshnokorbo.info সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত এবং অন্যতম প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি তৈরি করেছে। বর্তমান বিশ্বে সকল মানুষের দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের জন্য ক্রমেই অনলাইন বা ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট। তাই যখনই কোন প্রশ্নের উত্তর জানার প্রয়োজন হয়, তখনই মানুষ ইন্টারনেটে প্রশ্নের উত্তরটি খুঁজতে থাকে৷

আর এর সুত্র ধরেই সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে ২৯ মার্চ, ২০২৪ ইং তারিখে Proshnokorbo.info এর যাত্রা শুরু হয়।

Proshnokorbo.info উদ্দেশ্য হলো বিজ্ঞানের নানা আবিষ্কারকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করে জীবনের মানকে আরো উন্নত করা এবং ডটা বা তথ্যে প্রশ্ন এবং উত্তর আহরণ করে, তা সকল সদ্যসদের কমিউনিটির মাধ্যমে সমাবেশ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিনিময়ের নিমিত্তে তথ্য ও প্রযুক্তিতে ডটা তৈরি করা। পাশাপাশি মানুষের সমস্যা সমাধান করে মানুষের কল্যাণে কাজ করাই হলো Proshnokorbo.info এর প্রধান উদ্দেশ্য।
Proshnokorbo.info বাংলা ভাষার সেরা প্রশ্নোত্তর ওয়েবসাইট, যেখানে আপনি সহজেই প্রশ্ন করতে পারবেন এবং যেকোন সদস্যদের কাছ থেকে খুব কম সময়ে কাঙ্খিত উত্তর পেতে পারেন।
...